প্রাইভেটকার থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:২৫ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকারের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. রিয়াদ (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া মো. রিয়াদ ফেনী জেলার মোহাম্মদ আলমের ছেলে ও প্রাইভেটকারটির ড্রাইভার।
জানা যায়, উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় একটি প্রাইভেটকারে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে দোহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দোহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিসা নুর চৌধুরী বলেন, রিয়াদ এখন শঙ্কামুক্ত।
দোহাজারি হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে হাত-পা বেঁধে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় জিডি হয়েছে। এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।