ঘূর্ণিঝড়ের রাতে জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো 'মোখা'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় মোখার ভয়াবহতা থেকে বাঁচতে কক্সবাজারের পেকুয়া আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক অন্তঃসত্ত্বা নারীর কোলে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’। শিশুটির পুরো নাম মোকাম্মেল হোসেন মোখা।
মোখার বাবা-মা হলেন, পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বামুলা পাড়ার মো. আরকান ও জয়নব বেগম।
গতকাল শনিবার রাতে পেকুয়া আশ্রয়কেন্দ্রে ওই নারী (অন্তঃসত্ত্বা) প্রসব বেদনায় কাতরাতে শুরু করেন। পরে আশ্রয়কেন্দ্রের নিচে গাড়ি খোঁজাখুঁজি শুরু করেন তার স্বামী আরকান। কিন্তু মধ্যরাতে তিনি কোনো গাড়ি পাওয়ায় হতাশ হয়ে পড়েন। এরপর আশ্রয়কেন্দ্রটির পর্যবেক্ষণে থাকা পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার নিজের সরকারি গাড়িতে করে জয়নব বেগমকে হাসপাতালে পৌঁছে দেন। পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুর্যোগের মধ্যেই পৃথিবীর আলো দেখে ছোট্ট শিশু মোখা।
আরও পড়ুন: ‘মোখা’র প্রভাবে রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের খোঁজ-খবর নিচ্ছিলাম। এসময় একটি খবর আসে এক অন্তঃসত্ত্বা নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। পরে আমাদের গাড়িতে করে তকে সুস্থভাবে হাসপাতালে নিয়ে আসি। তারপর সেখানেই শিশুটির জন্ম হয়। আমাদের উপস্থিতিতে শিশুটির পরিবার মোকাম্মেল হোসেন মোখা নামকরণ করে।’