পদ্মা নদীর এক ইলিশ ৯৮০০ টাকায় বিক্রি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ২ কেজি ৫৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৮০০ টাকায়।
শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে ফরিদপুরের দেবুপর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এই ইলিশ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি জেলেদের কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনেছি। এরপর মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।
তিনি আরও বলেন, মাছটি পেয়ে খুবই ভালো লাগছে। মাছটি বিক্রি করে আমারও কিছু টাকা লাভ হয়েছে।