চাঁদাবাজির অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি বহিষ্কার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মে,
বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৫৭ এএম, ২৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
সাভারে এক ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাসুম দেওয়ানকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।'
এ ছাড়া, কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে সংগঠনটির দফতর সেলে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়।
এর আগে, গত শনিবার আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে সাভারের মো. ইউসুফ আলী চুন্নু নামে এক ব্যবসায়ীর ফ্যাক্টরিতে হামলা, ব্যবসায়ীকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার অভিযুক্ত মাসুম দেওয়ানসহ আরও ১৯ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শাজাহান খানের বাড়ি ও পেট্রোল পাম্প পাহারা দেয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা
ইউরোপের স্বপ্নে মৃত্যুযাত্রায় সিলেটের তরুণরা





