avertisements 2

শিবপুরে শীতলক্ষ্যা নদী থেকে দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:২৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার। তারা বাবা মায়ের সাথে পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামে বসবাস করতেন। গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে মৃত্যুবরণ করেন তারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে সাদিয়ার তথ্য মতে পরিবারের লোকজন নদীর পানিতে নেমে ও পরে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ও টঙ্গী থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টায় আবারও উদ্ধার অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১০টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2