avertisements 2

নিখোঁজের দুদিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:২৫ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

Text

সিরাজগঞ্জের কাজিপুরে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহিদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) ও তার ছেলে আশিক বাবু (১৩)।

ওসি শ্যামল কুমার জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি ক্যানেল থেকে বাবা রিপন তালুকদার এবং আজ মঙ্গলবার সকালে একই স্থান থেকে ছেলে আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত রোববার সন্ধ্যায় রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাবার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সোমবার দুপুরে থানায় সাধারন ডায়রি করেন।

নিহতদের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2