দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আত্মীয়তা না করার পরামর্শ বিচারকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৩১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দুর্নীতিগ্রস্তের কাছে ছেলে-মেয়েদের বিয়ে না দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালতের বিচারক। রোববার (৩০ এপ্রিল) অবৈধ সম্পদ অর্জনের এক মামলার রায়ের পর্যবেক্ষণে ঢাকার অষ্টম বিশেষ জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এই পরামর্শ দেন।
রায়ের পর্যবেক্ষণে উপস্থিত সকলের উদ্দেশে বিচারক বলেন, রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিগ্রস্ত মানুষদের সমাজ থেকে ‘বয়কট’ করতে হবে।
এদিন দুদকের করা মামলায় ‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধানকে দুই ধারায় চার বছর করে কারাদণ্ড দেন তিনি।
জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের দায়ে সেলিম প্রধানকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এই রায়ে। জরিমানার টাকা না দিলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।
বিচারক বলেন, ‘দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আত্মীয়তা করবেন না। তাদের সঙ্গে চলাফেরা করবেন না। তাদের কাছে ছেলে-মেয়েদের বিয়ে দেবেন না। বিয়ে দিলেই তারা সুখী হবে না।’