ঈদের ছুটিতে ঝালকাঠিতে ৫ শতাধিক বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়ি ফেরে বেশির ভাগ মানুষ। টানা ছুটিতে স্বজনদের একসঙ্গে পাওয়ার সুযোগে ঝালকাঠিতে চলছে বিয়ের ধুম। শহর কিংবা গ্রাম সবখানেই বেজেছে বিয়ের সানাই। ঈদকেন্দ্রিক বিয়ে যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন থেকে জেলাজুড়ে বিয়ের ধুম শুরু হয়। এবারো ঈদের ছুটির পঞ্চম দিন পর্যন্ত জেলায় পাঁচ শতাধিক বিয়ের আয়োজন চলছে বলে জানায় জেলা কাজি সমিতি।
সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটিতে ঝালকাঠির বিউটি পার্লার, ফুলসহ বিয়েকেন্দ্রিক সব ব্যবসাপ্রতিষ্ঠানে এখন দম ফেলার সময় নেই। শহর থেকে গ্রামে সবখানেই যেন বিয়ের হিড়িক।
শহরের কামিনী পুষ্পকুঞ্জের মালিক ইকবাল হোসেন বলেন, ‘কয়েক বছর ধরে এমন ঈদকেন্দ্রিক বিয়ে সংস্কৃতি শুরু হয়েছে। আমাদের ঈদের আগের দিন থেকেই ব্যস্ততা শুরু হয়। চলে ঈদের চার-পাঁচ দিন পর্যন্ত। ক্রেতার চাহিদা পূরণ করাটাই আমাদের উৎসবের তাৎপর্য। ফুল ছাড়াও বিয়ের পাগড়ি, বরের শেরওয়ানি, জুতা ইত্যাদি ভাড়া দিয়ে থাকি। আর বিয়ের গাড়ি ও আসর সাজাতে চার-পাঁচ দিন চলবে পুরোদমে কাজ।’
শহরের একটি পার্লারে বউ সাজতে আসা ফরজানা আক্তার বলেন, ‘ঈদের সময় বিয়ে আয়োজন মজার হয়। জীবিকার কারণে স্বজনরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। কেবল বছরের ঈদ উৎসবেই নাড়ির টানে সবাই গ্রামের বাড়িতে আসেন। এ সময় স্বজনদের সবাইকে একসঙ্গে কাছে পাওয়া যায়। তাই এ সময় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন দিন মানুষের কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় ঈদের ছুটিতে তাই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে।’
জেলা কাজি সমিতির সভাপতি বশির গাজী বলেন, ‘ঈদের সময় এলাকার বাসিন্দাদের স্বজনসহ সবার উপস্থিতিতে সামাজিক সম্প্রীতি ও অনুষ্ঠান বাড়ছে। ঈদ উপলক্ষে জেলার চার উপজেলায় কাজি অফিসগুলোতে এখন বিয়ের রেজিস্ট্রি বেড়েছে। এবারের ঈদ ঘিরে জেলায় পাঁচ শতাধিক বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ফলে জেলাজুড়ে চলছে বিয়ের উৎসব।’