এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪, সংকটাপন্ন আরো ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুন্সীগঞ্জের ষোলঘরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হাসারা হাইওয়ে থানা পুলিশের ওসি জাকির হোসেন কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।