১২০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৩২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
খুলনার কয়রা পূর্ব ঘড়িলাল এলাকায় কোস্টগার্ডের অভিযানে জব্দ হরিণের মাংস ও আটক মো. শাহআলম। ছবি: সংগৃহীত
খুলনার কয়রা থানাধীন পূর্ব ঘড়িলাল এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১২০ কেজি হরিণের মাংসসহ শাহ আলম (৩৫) নামের এক পাচারকারী আটক হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীন বিসিজি স্টেশন কয়রা এ অভিযান পরিচালনা করে।
সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি চালানো হয়। এ সময় ১২০ কেজি হরিণের মাংস, একটি ভ্যানগাড়ি ও শাহ আলম নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি সাতক্ষীরার শ্যামনগর থানার পাইস্যামারী গ্রামের আজিজ মোল্লার ছেলে।'
তিনি আরো বলেন, 'জব্দকৃত হরিণের মাংস, ভ্যানগাড়ি ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য আন্ধারমানিক ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আটক পাচারকারীকে হস্তান্তর করা হয়েছে।'