বঙ্গবাজারে আগুন
দাউ দাউ করে জ্বলছে আগুন, কাঁদছেন ব্যবসায়ীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:২৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজারের আগুন দাউ দাউ করে জ্বলছে। পুড়ে যাচ্ছে স্বপ্ন; সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। কান্না থামছে না তাদের।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪৭টি ইউনিট।
একে একে মার্কেটের দোকান পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে কেউ লাখ লাখ টাকা, কেউবা কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আগুন থেকে কোনো কিছুই উদ্ধার করা যায়নি। কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা বলেন, সব হারিয়ে এখন কী করব বুঝতে পারছি না।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে সব ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হচ্ছে। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা বাড়ছে।
একই সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত দলও।
তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন। আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ছে আগুনের ভয়াবহতা।
দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।