গরু চুরি করে জবাই, শুধু রানের মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০২:৩৭ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে গোয়ালঘর থেকে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। জবাই করা গরুটির বাম পাশের দুটি রানের টুকরা নিয়ে গেলেও বাকি মাংস এবং জবাই করা গরু ও ছুরি রেখে পালিয়ে গেছে।
শনিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকার হুকুম মাতবরের পাড়ায় মো. সামছু ড্রাইভার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পাশের এলাকায় ওমেদ আলী সরদারের পাড়ায় একটি বাগানের মধ্যে গরুটি জবাই করে দুর্বৃত্তরা। গত কয়েক মাস আগেও একই কায়দায় পাশের এলাকা থেকে দুটি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
পরিবারটি জানায়, এক সপ্তাহ আগে কোরবানির উদ্দেশে ৬১ হাজার টাকার দিয়ে গরুটি কেনা হয়। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকালে না দেখে খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী একটি খালের পাড়ে গিয়ে দেখেন, জবাই করা গরুর কিছু অংশ পড়ে আছে।
স্থানীয়রা এলাকাবাসী জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীর গোয়ালঘর থেকে একইভাবে গরু নিয়ে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে মামলা হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।