শিবচরে চৈত্রের সকালে ‘শীতের ঘন কুয়াশা’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:০৪ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঋতুর আবর্তনে এসেছে বসন্ত। আজ চৈত্র মাসের ২য় দিন। মাদারীপুর শিবচরে অসময়ে ঢাকছে শীতের কুয়াশায়। সারা দেশের মতো শিবচরে প্রকৃতিতেও বিরাজ করছে পুরোমাত্রায় ঋতুরাজ বসন্ত। তবে বৃহস্পতিবার বসন্তে শীতের আমেজে কুয়াশার চাঁদর মোড়ানো সকাল দেখে অনেকেই শীতকাল বলে কিছুটা বিস্মিত হয়েছেন।
এদিন শিবচরে ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো রয়েছে চারপাশ। ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার রাজত্ব থাকায় সব ধরনের সড়ক-মহাসড়কে যানবাহন চলতে হচ্ছে হেডলাইটের আলো জ্বালিয়ে। স্থানীয় জামাল মিয়া জানান, একটু দূরের বস্তুও সহজে দৃষ্টিগোচর হচ্ছে না। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন নেই।
উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সহনীয় শীতের আবেশে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটছে। তবে চৈত্রের কুয়াশায় শিবচরে অনেকেই উপভোগ করেছেন অন্যরকমভাবে।
শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শেষ রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। সকালে একটু দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন নেই।
সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন জানান, এ পরিবেশকে শুধু কুয়াশা বলা যাবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও শীতের সকালের মতোই আমেজ বিরাজ করছে পুরো অঞ্চলজুড়ে।