ছুটি নিয়ে এমপির সঙ্গে কক্সবাজার ঘুরতে গেলেন ওসি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:২৫ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম পারিবারিক ছুটির নামে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজারে ঘুরতে যাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে তিনি পারিবারিক কারণ দেখিয়ে দু’দিনের ছুটি নিয়েছেন পুলিশ সুপারের কাছ থেকে। এমপির সঙ্গে আনন্দ ভ্রমণের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, গত ১১ মার্চ রাতে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম পারিবারিক ছুটির নামে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে বিমানে পরিবার নিয়ে কক্সবাজার যান। এ সময় বিমানের সামনে তোলা ছবিতে সংসদ সদস্য সঙ্গে ওসিকে দেখা যায়।
ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেন, ওসি সরকারি আদেশের চেয়ে এমপির আদেশ বেশি পালন করেন। উপজেলার আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা-কর্মীর বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মতো আসছি।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দু’দিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কিনা সেটা জানি না। এছাড়া এমপির সঙ্গে আনন্দ ভ্রমণে বাঁধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।