avertisements 2

সরকারি কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত, যুবলীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৯ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

যশোরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মচারীকে মারধর ও নারী কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মাহবুব ম্যানসেলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব ম্যানসেলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্মকর্তা-কর্মচারীদের মারধর, শ্লীলতাহানিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমতাবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হলো। 

প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জানা গেছে, ম্যানসেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। ২০১৯ সালে পুলিশ ম্যানসেলকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেন। এতে ম্যানসেলের একটি পা কেটে ফেলতে হয়েছে। যদিও পুলিশ তখন বলেছিল, সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলিতে ম্যানসেলের পায়ে গুলি লাগে।

গত ৫ মার্চ (রোববার) বিকালে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যুবলীগ নেতা ম্যানসেলের নেতৃত্বে তার সহযোগীরা নারী কর্মকর্তাকে লাঞ্ছিত ও কর্মচারীকে মারধর করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী মুনা আফরিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলায় মেহবুবসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2