avertisements 2

হজে পাঠাবে বলে টাকা আত্মসাৎ, আত্মসাৎকারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:১৫ পিএম, ১১ মে,শনিবার,২০২৪

Text


হজে পাঠানোর কথা বলে শামসুদ্দিন শামীম নামে এক অর্থ আত্মসাৎকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তিনি গ্রেফতার হন।

শামীমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার শামীমের বিরুদ্ধে নোয়াখালীতেও মামলা রয়েছে। ওয়ারী থানায়ও গতকাল সোমবার (৬ মার্চ) রাতে একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

জানা গেছে, শামসুদ্দিন শামীম নিজেকে সরকার অনুমোদিত রোজিনা এয়ার ট্রাভেলসসহ একাধিক হজ এজেন্সির মালিক দাবি করতেন। এ পরিচয়ে তিনি নোয়াখালির চাটখিল এলাকা থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেন। কিন্তু হজে পাঠাতে না পারায় ভুক্তভোগীরা শামীমের কাছে তাদের অর্থ ফেরত চান। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের দায়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

কানন নামে শামীমের প্রতারণার শিকার এক ব্যক্তি জানিয়েছেন, তার পরিবারের সদস্যদেরকে হজে পাঠানোর কথা বলে ১৪ লাখ টাকা আদায় করেন শামীম। কিন্তু টাকাগুলো তিনি আত্মসাৎ করেছিলেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার থেকে বাঁচতে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ শামীমকে আটক করে। সেখান থেকে তাকে ওয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2