avertisements 2

হাজিরা খাতা কেড়ে স্বাক্ষর করার অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৩ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

Text

নাগেশ্বরী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নিয়ে স্বাক্ষর করার অভিযোগে দুই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুপস্থিত থাকায় হাজিরা খাতায় তাঁদের অনুপস্থিত দেখান প্রধান শিক্ষক আবু হানিফা।

এ ঘটনায় সহকারী শিক্ষক রতন কুমার প্রধান শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নিয়ে ফ্লুট (হোয়াইট কারেকশন পেন) দিয়ে অনুপস্থিতির লেখা মুছে নিজের উপস্থিত স্বাক্ষর করেন। এ সময় অপর সহকারী শিক্ষক ওয়াহিদা ইয়াসমিনও এভাবে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম বলেন, শিক্ষকদের কাছ থেকে এ ধরনের আচরণ খুবই দুঃখজনক। রতন কুমার ও ওয়াহিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2