গাছের সাথে ঝুলিয়ে ৮ মাসের শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা, বাবা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মার্চ,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৪১ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নড়াইলের লোহাগড়ায় গাছের সাথে ঝুলিয়ে ৮ মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার অভিযোগে মামুন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মামুন শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে ।
মামলা সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে মামুন শেখের সাথে ১৩ বছর আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলার কালিসংকরপুর গ্রামের আফিল মোল্যার মেয়ে কুলসুম বেগমের বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি মামুন বোয়ালমারী উপজেলার বেলগাছী গ্রামের মাফুজা আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মামুন প্রথম স্ত্রী ও সন্তানদের কোন খোঁজ খবর নেন না এবং কোনো ভরন পোষনও দেন না। এছাড়া যৌতুকের জন্য কুলসুম বেগমকে প্রায় মারপিট ও নির্যাতন করতেন মামুন । সোমবার বিকালে মামুন যৌতুকের জন্য প্রথম স্ত্রী কুলসুম বেগমকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে । এ সময় মামুনের দ্বিতীয স্ত্রী মাফুজা আক্তারও কুলসুমের চুলের মুঠি ধরে মারপিট করে বাড়ি থেকে চলে যায় । দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ায় রাগান্বিত হয়ে মামুন শেখ তার আট মাস বয়সী ছেলে আল হাবিবকে নিয়ে বাড়ির পার্শ্বে আমগাছের ডালের সাথে পা উপর দিকে দিয়ে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় শিশুটির দাদী ও প্রতিবেশীরা শিশুটিকে রক্ষা করে।
এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে বাবা মামুন শেখ ও সৎ মা মাফুজা আক্তারকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান,অভিযুক্ত মামুন শেখকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসাসিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।