avertisements 2

‘সংসার টিকিয়ে রাখতে চাকরিটা আমার ভীষণ দরকার ছিল’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ মার্চ, বুধবার,২০২৩ | আপডেট: ০৬:৩০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

‘ঘুষ ছাড়া সামান্য ১২০ টাকায় চাকরি পাব তা কখনো কল্পনাও করিনি। সংসার টিকিয়ে রাখতে চাকরিটা আমার ভীষণ দরকার ছিল। দুই বছর আগে আমার বাবা মারা যান। তার মারা যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমার এখন পুলিশে চাকরি হয়েছে, আমার পরিবার নিয়ে আর কষ্ট করতে হবে না।’

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়ে এভাবেই খুশিতে কথাগুলো বলছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার শুভ গিরি (১৯)। তার চোখে-মুখে ছিল বিজয়ের হাসি। তিনি এইবার মাদারীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

শুভ গিরি শিবচর উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের দৌলতপুর এলাকার মৃত সুভাষ চন্দ্র গিরি ও সনেকা রানীর ছেলে। সে এ বছর খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট হলরুমে বসে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ কমিটির সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, 'চাকরি নয়, সেবা' স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে মাদারীপুরের নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করা হয়। এই পদে মোট ১৪৪৮ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে যাচাই-বাছাই করে মাঠ পরীক্ষায় ১০২৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।

পরে নিয়োগ কমিটি দুইদিনে উপস্থিত চাকরিপ্রার্থীদের মধ্য থেকে কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা শেষে লিখিত পরীক্ষার ২৯৩ জন উত্তীর্ণ হয়। নিয়োগের ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১২৪ জন। সোমবার ১২৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪৫ জন কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এতে ৩৮ জন পুরুষ ও ৭ জন্য নারী রয়েছে। পুরুষ সদস্যদের মধ্যে ৬ জন মুক্তিযোদ্ধার সন্তান।

ফলাফল প্রকাশের পরে জেলা পুলিশ সুপার মাসুদ আলম নির্বাচিত প্রার্থীদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে চাকরি করার আহ্বান জানান। পরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2