দুই ভোল মাছ বিক্রি হলো সাড়ে ১৮ লাখ টাকায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দুবলার চরের জেলে ফারুকের জালে ধরা পড়া দুটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ১৮ লাখ টাকায়। আর এ মাছ দুটি কিনেছেন মোংলার মাছ ব্যবসায়ী আল আমিন। শনিবার মাছ দুটি প্রক্রিয়াজাত করে আড়তদার আল-আমিন ভালো দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠান।
মোংলার মাছ বাজারের আড়তদার মেসার্স জয়মনি ফিসের মালিক আল আমিন জানান, বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার চরের জেলে ফারুক হোসেনের জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে বড় বড় দুটি দাঁতিনা ভোল মাছ। এর মধ্যে বড়টির ওজন সাড়ে ৩৬ কেজি আর ছোটটির ওজন ২৭ কেজি। মাছ দুটি শুক্রবার সকালে দুবলার চরের আড়তে নিলামে বিক্রির জন্য উঠানো হয়। ওই নিলামে বিভিন্ন এলাকার অন্তত ২৫ জন মাছ ব্যবসায়ী অংশ নেন। নিলাম ডাকে সর্বোচ্চ দামে মাছ দুটি আমি কিনে নিই। বড়টি ১১ লাখ ও ছোটটি সাড়ে ৭ লাখ টাকা দাম পড়েছে। এরপর মাছ দুটি চর থেকে আমার মোংলার আড়তে নিয়ে আসি। শনিবার সকালে মাছ দুটি আড়তে আনার পর প্রচুর লোকের ভিড় জমে মাছ দেখার জন্য। বরফ ও পলিথিনে মুড়িয়ে শনিবার বিকেলে মাছ দুটি ভালো দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আড়তদার আল আমিন বলেন, এত বড় মাছ ও দামও অনেক বেশি, তাই এ মাছ এখানে কাটলে বিক্রি হবে না। তাই দাম যতই হোক চট্টগ্রামে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি ভালো দামে চট্রগ্রামের আড়তে বিক্রি করতে পারব।
এ মাছের বিভিন্ন অংশ ওষধি কাজে ব্যবহৃত হয়ে থাকে বলেও দাম অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। তারা বলেন, বিগত ১০ বছরেও এত বড় মাছ ওঠেনি মোংলার বাজারে। প্রায় বিলুপ্তির পথে এ দাঁতিনা ভোল মাছ প্রজাতিটি। তবে মাঝেমধ্যে এ মাছ দুবলার চরের দু-এক জেলের জালে ধরা পড়ে থাকে বলেও জানান তারা।
দুবলার চরের মৌসুমী জেলে ফারুক হোসেনের বাড়ি মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামে।