পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে ৪ বছরের শিশু মহাসড়কে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:১৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সাভারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন নিহতের ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের শিশু সন্তান, স্বজনসহ এলাকাবাসী। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেন অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিলে নিহতের শিশু মহাসড়কে বসে বাবার হত্যার বিচার দাবি করে।
নিহতের ৪ বছরের শিশু সন্তান সুমাইয়া বলে, আমি ছোটবেলায় আমার বাবাকে হারালাম। আমার দায়িত্ব কে নেবে? এ কথা বলেই কান্নায় ভেঙে পড়ে ওই শিশু।
নিহতের ছেলে সুজন বলেন, আমার বাবা ভদ্র প্রকৃতির ছিলেন। এ কারণে আসামিরা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে প্রমাণ হয় যে তারা মিথ্যা মামলা দায়ের করেছেন। পরে আদালতে বাদীর বিরুদ্ধে প্রসিকিউশন জারি হলে তারা বাবার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। আমার বাবাকে ওরা মেরেই ফেলেছে। আমরা আজ এতিম হয়ে গেলাম। এই এতিমের দাবি হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা সড়কে নেমেছি। তবে পুলিশ আমাদের সর্বোচ্চ বিচারের আশ্বাস দিয়েছে। যে কারণে আজ আমরা সড়ক থেকে সরে এসেছি। কিন্তু আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা আবারো সড়কে নামব।
এলাকাবাসী জানান, হত্যাকারীরা আগে থেকেই সন্ত্রাসী কার্যক্রম চালাত। ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি। এজন্য তারা আরও উচ্ছৃঙ্খল হয়ে যায়। তাদের খুঁটির জোর কোথায় সেটা খতিয়ে দেখে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।
এ ব্যাপারে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, সবাইকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জেরে সাভারের পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গত ১৮ ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। পরে আজ ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ফয়সালকে প্রধান আসামিসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পিয়ার মন বেগম।