avertisements 2

কোবি কথা

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১১ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

সোমরস পান করা কোবিরা কাব্য করে
যৌবনের ভরা কাটালে যেন দুর্মর,
সন্ধ্যে হয়ে এলেও তারা চিরযুবা।
করুন বিউগলের সুর –
তবুও উদ্দাম শরীরের উদ্বেল ফকড়ামি
কবিতায় ভালই আসে।

নগ্ন শরীরে পুকুরে চান করা অবলা
সিক্ত দশহাতি পেঁচানো – কলসি কাঁখে
সে এক অপুর্ব প্রকৃতির রূপ।
কবির তুলিতে নতুন সুতার মাজন
গাবের কষ ও গুঁড়া কাঁচের নতুন
মাজনে কবি নিয়ত মত্ত।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2