avertisements 2

কনভোকেশন

অজল জালাল
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ সেপ্টেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:০৮ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪

Text

এ এক আজব বসবাস আমাদের

শিক্ষার সর্বোচ্চ আলয় সেখানেও রাজনীতির তঞ্চকতা

শিক্ষার কোন প্রদীপে প্রদীপ্ত হবে

আমার সন্তান!

কনভোকেশনের বিশাল আয়োজনেও 

ওরা বিভক্ত খন্ডিত

ডিগ্রিতেও এ ও বি দেয়া যায় কিনা

-ওরা ভাবুক।

বিমর্ষ বিষন্ন আজ বাঙালী হৃদয়।

ঘরের ছেলে বিশ্বসেরা শান্তির কপোত

প্রাচ্যের অক্সফোর্ড যার আপন ঘরানা

সেখানেও অছ্যুত, দলবাজির ছোবলে

রাজনীতির প্রভুত্ব বলে কথা! 

বিশ্বজয়ী শান্তির দূত দ্বিখন্ডিত 

দুর্বৃত্য রাজনীতির ছোবলে। 

কি বর্বর ধৃষ্টতায় রাজনীতির 

উলঙ্ঘ উন্মাদনা!


আনন্দে আপ্লুত চোখ ছলছল করে

যখন আমার ঘরের ছেলে পড়শি হয়ে

বিশ্বজয়ী অর্থনীতিবিদ!

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বরণ করি

সেখানে একাট্টা - গর্ববোধে কুন্ঠা নেই

ঢাকাইয়া বাঙাল মর্ত্যের অমর্ত্য তিনি।

অতঃপর ইউনুস! 

নারী স্বনির্ভরতায় ক্ষুদ্র ঋণ

সমাজ পুনর্গঠনে নারীর ক্ষমতায়ন

তৃতীয় বিশ্বের রোল মডেল

শান্তির নোবেল জয়ী

নিজ দেশে অছ্যুত তিনি,

রাজনীতির বিষাক্ত গরলে।

বড়ই লজ্জা!

বিষয়:

আরও পড়ুন

avertisements 2