বিশ্বে ভাইরাল ২৪ বছরের সুন্দরী ২১ সন্তানের মা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছেন জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিন আজটেক। ২৪ বছরের এই সুন্দরী বর্তমানে ২১ সন্তানের মা। তার কোটিপতি স্বামীর সঙ্গে তিনি এতগুলো সন্তানের মাতৃত্ব বরণ করেছেন। এই মুহূর্তে তাই রাশিয়ার গণ্ডি ছাড়িয়ে তার মাতৃত্বের খবর সারা দুনিয়ার ভাইরাল খবরে পরিণত হয়েছে৷
নিজের ২১ সন্তান সমলানোর জন্য তার ১৬ জন ন্যানি বা আয়া রয়েছেন। এই ২১ সন্তানের জন্য তাদের কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে। কিন্তু তারা জানিয়েছেন এই অর্থব্যয় করে তারা সবচেয়ে বেশি খুশি পান।
ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ি, ক্রিস্টিনা আজটেক জর্জিয়ার কোটিপতি গৈলপের স্ত্রী। গতবছর মার্চ থেকে এবছরের জুলাই মাস পর্যন্ত সারোগেসি করে অর্থাত অন্যের গর্ভে সন্তান জন্ম দিয়ে বাবা -মা হয়েছে এই কোটিপতি দম্পতি। এরজন্য তারা ১৪২.০০০ পাউন্ড অর্থাৎ ১কোটি ৬৪ লক্ষ ৭৮ হাজার ১৫৬ টাকা খরচ করছেন।
রাশিয়ার ক্রিস্টিনা বাচ্চদের দেখাশুনো করার জন্য ১৬ জন আয়া রেখেছেন। যারা ২৪ ঘণ্টাই ডিউটি করেন। এর জন্য তাদের ৯৬ হাজার ডলার অর্থাৎ ৭৮ লক্ষ টাকারও বেশি খরচ হয়।
ক্রিস্টিনার গর্ভে এখনও অবধি ২ সন্তান জন্মেছে। এছাড়া সারোগেসির মাধ্যমে তাদের ২১ বাচ্চা আরও রয়েছে। ফলে এক ছাদের নিচে তাদের ২৩ টি বাচ্চা একসঙ্গে বড় হচ্ছে।