নাসিরকে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি সাদ্দাম
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট:  ০৫:০০ এএম,  ১ নভেম্বর,শনিবার,২০২৫
                                
 
                        
                    নুরুল ইসলাম সাদ্দাম ও নাছির উদ্দীন নাছির ছবি: সংগৃহীত
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, শিবিরের কাউন্সিল ছিল পাতানো। কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।
আজ বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পরপরই সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছে ছাত্রশিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
শিবির সেক্রেটারি তার পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘এক আল্লাহ জিন্দাবাদ’ কবিতার প্রথম ৮ লাইন শেয়ার করেছেন।
যেখানে কবি ভাষায় তিনি লিখেছেন, ‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।
এর আগে বছরের শেষ দিন গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন তারা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
 
                                    ভাইরাল এই ছবিটি শেখ হাসিনার নয়
 
                                    আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন বল তার কোর্টে: নাসীরুদ্দীন পাটওয়ারী
 
                                    ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
 
                                    অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
 
                                    




