avertisements 2

শেখ পরিবারের কারো আর রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৪৬ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ছবি : সংগৃহীত

শেখ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌হাসিনা ও তার পরিবারের কোনো সদস্যের বাংলাদেশের রাজনীতিতে আর ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা দলের নেতাদের বিচারের দাবিও করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন শারমিন আহমদ।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে।

আওয়ামী লীগের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে, পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

গণ-অভ্যুত্থানের সময় এবার আওয়ামী লীগের হাতে অনেক তরুণের মৃ্ত্যু হয়েছে, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন শারমিন আহমেদ। এ কারণে তাজ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে আসার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন তিনি।

জাতির পিতা প্রশ্নে শারমিন আহমদ বলেন, জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে। এটা জনগণই নির্ধারণ করবে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2