avertisements 2

স্কুলের একমাত্র পরীক্ষার্থীও ফেল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ১০:১৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সদ্য প্রকাশিত এসএসসির ফলাফলে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীও ফেল করেছে। ওই স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার মোট দু’জন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে একজন ছাত্রী। সেও ফেল করায় অবিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া একজন মাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতে হতাশায় পড়েছেন অন্যান্য শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকরা।

পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি নন এমপিওভুক্ত। এবার এসএসসি পরীক্ষায় দুজন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও একজন পরীক্ষা দিয়েছে, সেও ফেল করেছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম জানান, এ সমস্ত স্কুলের বিষয়ে বোর্ড ব্যবস্থা নিয়ে পাঠদান বন্ধ করতে পারে। তাছাড়া আমিও এই স্কুলটির বিষয়ে বোর্ড বরাবর লিখবো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2