দিলারা জাহান
দেশে মুল্যবোধের এত বিপর্যয় কেন?
প্রকাশ: ১২:০০ এএম, ১০ এপ্রিল,রবিবার,২০১৬ | আপডেট: ০৩:০৫ এএম, ২৯ ডিসেম্বর,সোমবার,২০২৫
খবরের সাইট আর টিভির স্ক্রিনে যে খবর দেখছি তাতে অন্যসব নাগরিকের মতো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে হচ্ছে। আশান্বিত হওয়ার মতো কোনো খবর যেন নজরেই পড়ে নাঅ চারদিকে শুধু দ্বন্দ্ব-সঙঘাত, খুন, রাহাজানি আর নৈরাজ্যকর বিপর্যস্ত এক বিভীষিকাময় পরিস্থিতি। এ অবস্থায় দেশের ভবিষ্যৎ কী? কোন দিকে যাচ্ছে দেশ? এসব ভেবে পরিস্থিতির দিকে তাকালে মনের ভেতর প্রশ্ন জাগে এক অনিশ্চিত গন্তব্যেরে দিকে এগিয়ে যাচ্ছে আমার প্রিয় বাংলাদেশ? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু চিত্র পর্যালোচনা করলে দেখা যায় মূল্যবোধের এক চরম বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত দেশ। মুল্যবোধের এই বিপর্যয় যে কত ভয়াবহ তা ছোট্ট কয়েকটি পরিসংখ্যান থেকেই সহজে বোঝা যায়। এ প্রসঙ্গে গত ১৮ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্টায় ‘মুল্যবোধের এত বিপর্যয় কেন?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার আলোচিত জঘ্যনতম ঘটনার পরিপ্রেক্ষিতেই সংবাদপত্রটি এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন উল্লেখ করা হয়, শিশু হত্যা ও নির্যাতন এবং তাদের অধিকারের বিষয়গুলোর তথ্য সংগ্রহ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (২৭৬টি বেসরকারী সংস্থার জোট) ১০টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে করা তাদের পরিসংখ্যানে বলছে, এ বছরের জানুয়ারিতে সারা দেশে ২৯টি শিশুকে হত্যা করা হয়েছে। আর গত চার বছরে দেশে হত্যা করা হয় ১ হাজার ৮৫ জন শিশুকে। প্রথম আলোর প্রতিবেদনে শিশুহত্যার এই পরিসংখ্যান তুলে ধরে বিশিষ্টজনদের উদ্ধৃতি দিয়ে এটিকে মুল্যবোধের বিপর্যয় হিসেবে বর্ণনা করা হয়েছে।
সমাজে সব ক্ষেত্রে ছড়িয়ে পড়া নৈরাজ্য, অবক্ষয় এবং বিশৃঙখলার বলি হচ্ছে অসহায় শিশুরা। প্রতিদিন নিত্যনতুন মাত্রায় উন্মোচিত হচ্ছে সমাজের বিকৃত ভয়ঙ্কর চেহারা। সেই সাথে বেরিয়ে পড়ছে সমাজ, রাষ্ট্র এবং মানবিকতা ও মূল্যবোধের অধঃপতনের ভয়াবহ চিত্র। গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা, শ্বাস রোধ করে হত্যা, হাত-পা বেঁধে পানিতে ফেলে শিশুহত্যার ঘটনা ঘটছে অহরহ দেশের আনাচে কানাচে। নিখোঁজ এবং অপহরণের কয়েক দিন পর কখনো পানিতে ভাসমান, কখনো জঙ্গলে আবার কখনো বা বালুচাপা লাশ মিলছে অসহায় শিশুদের।
লেখকের আরও লেখা
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
পরাশ্রয়ী শিকল ছেঁড়ার শ্লোগান আর কত!
জামায়াতের সঙ্গে জোটে যেতে আপত্তি জানিয়ে নাহিদকে ৩০ নেতার চিঠি
খুনিদের আমরা ধরবই: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সহকারী কোচ জাকি মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন, নিহত ১
শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
ঢাকা-৮ আসনে লড়তে চান ওসমান হাদির বোন মাসুমা
দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
শুভ বড়দিন আজ
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
স্বাগত জানাতে গণমানুষের ঢল, হাসিমুখে হাত নাড়ছেন তারেক রহমান
আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর মাই কান্ট্রি : তারেক রহমান
শাজাহান খানের বাড়ি ও পেট্রোল পাম্প পাহারা দেয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক



