দিলারা জাহান
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলৈাঃ অধর্মই যখন ধর্ম
প্রকাশ: ১২:০০ এএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০১৬ | আপডেট: ০৮:৫২ পিএম, ২৮ ডিসেম্বর,রবিবার,২০২৫
গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করা হয়েছে এবং পনেরটি মন্দির ভাঙ্গা হয়েছে। এক কথায় তান্ডব চালানো হয়েছে। কালীপূজা এবং ভাতৃ-দ্বিতীয়ার উৎসবের আমেজের মধ্যে এই আসুরিক ঘটনা যে ঘটানো হল তা নিয়ে দেশের গণমাধ্যমগুলো যে খুব বেশি সোচ্চার হয়েছে তা-ও নয়।
চট্টগ্রামের রামুর ঘটনা মতেই এখানে পরিকল্পিতভাবে ফেসবুকে একটি ছবি কেন্দ্র করে এই ঘটনা সাজানো হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে, ফেসবুকে কেউ একজন একটি আপত্তিকর ছবি পোস্ট করেছে, তাহলেও হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর লুটটপাট করতে হবে কোন যুক্তিতে?
কেউ যদি ফেসবুকের মাধ্যমে কোনো আপত্তিকর কিছু লিখে থাকে বা ছবি দেয় তাহলে সেটার বিচার হবে তথ্যপ্রযুক্তি আইনে। বাড়িঘর লুটপাট, ভাঙচুর হবে কোন যুক্তিতে? যারা এই লুটপাট চালিয়েছে তারা কি মুসলমান? যদি সত্যিই তারা মুসলমান হত তাহলে তো তাদের জানার কথা যে বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ (স.) স্পষ্ট বলেছেন যে, একজনের অপরাধে সেই ব্যক্তির পুরো সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না।
অন্যত্র হাদিসে রয়েছে, যুদ্ধরত নয় এমন বির্ধমীদের কোনো ক্ষতি করা চলবে না। বরং বিধর্মীকে নিরাপদে তার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন মুসলমানের উপরেই বর্তায়।
তবে এত কথা বলে কোনো লাভ নেই। কারণ ‘চোরা না শোনে ধর্মের কাহিনি’। ‘আহলে সুন্নত ওয়াল জামাত’ নামে উগ্রবাদী ধর্মীয় শ্লোগান দিয়ে যারা নাসিরনগরে এই হামলা ও তান্ডব চালিয়েছে তারা ধর্মীয় লেবাসধারী শয়তান ছাড়া আর কিছুই নয়। এই ধরনের উগ্রবাদী দলগুলো নিজেদের ইসলামের রক্ষক বলে প্রচার করলেও ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোই তাদের আসল কাজ। এদের মতো অমানুষদের কারণেই অন্য ধর্মের মানুষরা ইসলাম শব্দটি শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে। এরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে এবং ধর্মের শান্তিপূর্ণ ভাবমূর্তি বিনষ্ট করে। এরাই ‘ফ্যাসাদ’ সৃষ্টিকারী। তারা ধর্ম, মানবিকতা, আইন কিছুই মানে না। তারা জানে লুটপাট করে খুব সহজেই পার পাওয়া যাবে। কোনো একটি ছুতায় সংখ্যালঘুদের উপর হামলা
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
পরাশ্রয়ী শিকল ছেঁড়ার শ্লোগান আর কত!
জামায়াতের সঙ্গে জোটে যেতে আপত্তি জানিয়ে নাহিদকে ৩০ নেতার চিঠি
খুনিদের আমরা ধরবই: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সহকারী কোচ জাকি মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন, নিহত ১
শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
ঢাকা-৮ আসনে লড়তে চান ওসমান হাদির বোন মাসুমা
দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান
শুভ বড়দিন আজ
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
স্বাগত জানাতে গণমানুষের ঢল, হাসিমুখে হাত নাড়ছেন তারেক রহমান
আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর মাই কান্ট্রি : তারেক রহমান
শাজাহান খানের বাড়ি ও পেট্রোল পাম্প পাহারা দেয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক



