প্রশংসা কুড়িয়েছে ড. মিহির কান্তি মজুমদারের বই বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
প্রকাশিত হয়েছে ড. মিহির কান্তি মজুমদারের বই "বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা"। বইটি সংশ্লিষ্ট মহলের প্রশংসা কুড়িয়েছে। বইটির ভুমিকায় লেখক লিখেছেন" আমাদের অধিকাংশ স্বাস্থ্য সমস্যা প্রকৃতপক্ষে সামাজিক সমস্যা, যা যথাসময়ে নিরসন না হলে স্বাস্থ্য সমস্যা হিসাবে আত্মপ্রকাশ করে। আর যে কোন সামাজিক সমস্যা নিরসনে সমাজের সকল অংশের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা একটা চিকিৎসামুখী স্বাস্থ্য ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যেখানে রোগ হলেই চিকিৎসকের কাছে যেতে হবে- এ মানসিকতাই মুখ্য। রোগ প্রতিরোধের প্রচেষ্টা সেখানে গৌণ। সামাজিক সমস্যা গণ্য করে ছাত্র-ছাত্রীসহ সমাজের সকল স্তরে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং সেখান থেকে স্বাস্থ্য সম্মত অভ্যাস সৃষ্টি করা সম্ভব হলে-অনেক রোগ সহজেই প্রতিরোধ করা যায়। সে প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রীদের জন্য ‘বিদ্যালয় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা’লেখার প্রয়াস। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য স্বল্প পরিসরে বর্তমান বই এ উপস্থাপন করা হয়েছে। ছাত্র-ছাত্রী এবং সমাজের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নে এ সকল তথ্য কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করছি।
প্রসঙ্গত ড. মিহির কান্তি মজুমদার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ২৩ জানুয়ারি ২০১১ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে ১৩ মে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন।পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাকথার নিয়মিত লেখক তিনি।