avertisements 2

রেপটাইলস ফার্ম লিমিটেডের চতুর্থ পর্ষদ সভা ও বৃক্ষ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৫ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ভূখণ্ড ক্রমেই উষ্ণ হয়ে উঠেছে, এর থেকে পরিত্রাণের অন্যতম উপায় ব্যাপক বনায়ন বা বৃক্ষ রোপন। 

রেপটাইলস ফার্ম লিঃ সবুজের সমারোহ বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বর্ষা মৌসুমে পাঁচ হাজারেরও বেশি দেশি জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করছে, যা চলমান রয়েছে। 

রেপটাইলস ফার্ম লিঃ এর পক্ষ থেকে গত আগস্ট ২৬, ২০২২ তারিখে  বৃক্ষ রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়  ময়মনসিংহ যাবার পথে ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে বামে গেলে উথরা বাজার। সেই বাজারের একটু সামনেই কুমীরের এই খামারে ।

 ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও রেপটাইলস ফার্মে এই বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ গ্রহন করেন।

একই দিনে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োজিত সম্মানিত চেয়ারম্যান নাইম আহমেদ,পরিচালকবৃন্দ এবং এনাম হক, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের উপস্থিতিতে রেপটাইলস ফার্ম লিমিটেড এর চতুর্থ পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2