avertisements 2

মাঝে মাঝে মনে হয় জন্ম নিয়ে পাপ করেছি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

আব্দুন নূর তুষার তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, 'আপনার যখন একটা পাসপোর্ট আছে তখন সেটা সরাসরি রিনিউড হওয়া উচিত। প্রতিবার বাপের মায়ের নাম আর স্থায়ী ঠিকানা ফিল আপ করার কি যুক্তি? আমার বাপ মা কি পাঁচ বছর পরপর বদলায়?

মৃত বাবা মায়ের পেশা উল্লেখ করতে হয়। আমাকে বোঝান এটা জেনে কি লাভ হবে? অটিজম আছে এমন শিশুকে এন আই ডি দেয় না। আগে জন্ম সার্টিফিকেট নিতো। এখন সেটা নেয় না।

অটিজম নিয়ে সারাদিন বাগাড়ম্বর। অথচ তাদের নাগরিকত্বের সনদ দিতে রাজী না সরকার। আর তাদের পাসপোর্টও দেবে না কারণ এন আই ডি ছাড়া পাসপোর্ট হবে না।

সাতটা পাসপোর্ট শেষ করেও প্রতিবার প্রমান করতে হবে আমার জন্ম এই দেশে? আমাকে বলতে হবে আমি কি করি? আমার বিএমডিসি সার্টিফিকেট জমা দিতে হবে?

এগুলো হলো অপচয়। বারবার কেন প্রমান করতে হবে আমি ডাক্তার? এখন শুনছি ফজরের সময় বা গভীর রাতে ডেট মিলে। মানুষ কি তাহাজ্জুদ আর ফজর এর সময় আবেদন করবে?

আরেকজন বলেছেন বাসায় ইন্টারনেট স্পীড কম। কর্পোরেট অফিস থেকে আবেদন করতে হবে। কি অদ্ভুত। সব পেজ লোড হলো, আবেদন শেষ হলো শুধু ডেট আসার সময় স্পীড লাগে?

মাঝে মাঝে মনে হয় জন্ম নিয়ে পাপ করেছি। অযোগ্যতা আর অন্যায়ের বিষ্ঠায় ডুবে আছি।
এটাই নরক।

এন আই ডি হলো জাতীয় পরিচয়পত্র। এটা ভোটার আই ডি না। অটিজম থাকলে এন আই ডি ইস্যু করা হয় না। অথচ এটি সকল নাগরিকদের অধিকার। ভোট দেয়া যাবে না লিখে NID দিলেই হতো। কিন্তু অবিচার তো এদের রন্ধ্রে রন্ধ্রে।

ই পাসপোর্টের আবেদন করার পর অদ্ভূত ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য লেখা আসে Wait for SOME seconds কিন্তু আগামী তিনমাসে কোন ডেট আসে না। দালালকে টাকা ও পাসওয়ার্ড দিলে কাজ হয়। চোরের দেশ।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2