পর্যটকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিকল্প আয় বাড়াতে দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ময়মনসিংহের ভালুকায় উথুয়া ইউনিয়নের হাতিবেড় গ্রামে দেশের প্রথম রেপটাইলস ফার্ম নামের বাণিজ্যিক কুমির খামার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কুমিরের খামারটি পর্যটকদের জন্য উন্মুক্ত হয়।রেপটাইলস ফার্মে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন খামারের চেয়ারম্যান ড. নাঈম আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন খামারটির ব্যবস্হাপনা পরিচালক ও আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞ এনাম হক। উপস্হিত ছিলেন ড. শেখ মুহাম্মদ আবদুর রশীদ, রিজাউল শিকদার, ড. মো. রফিকুল আলম, ফখরুদ্দিন আহমেদ প্রমুখ।
সম্মেলন ব্যবস্হাপনা পরিচালক ও আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞ এনাম হক খামারটি দেশের অন্যতম প্রধান পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত করতে সাংবাদিকদের সহযোগীতা করার জন্য আহবান জানান। সাংবাদিক সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ছাড়াও খামারটির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে কুমিরের খামারটিতে দেখা যায, দেশের বিভিন্ন জায়গা থেকে কুমিরের খামারটি দেখতে ভিড় করছেন দর্শানার্থীরা। বেশিরভাগ দর্শনার্থী কুমির দেখে বেশ উপভোগ করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন এই খামার দেখতে।
উদ্যোক্তরা আশা করছেন খামারটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার ফলে এলাকায় পর্যটনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির দিকে বিশেষ ভূমিকা রাখবে।
এই প্রসঙ্গে এনাম হক বলেন, “এই কুমির খামারটিকে বিশ্বের অন্যতম খামার হিসেবে আমরা গড়ে তুলতে চাই। পর্যটনের পাশাপাশি এখানে একটি রিসার্চ সেন্টারও করা হবে। দেশের মানুষ অনেক ভ্রমণপ্রিয়, তাই খাতে সফলতা আসবে। ”
খামারটিতে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ১৫০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।