তোমার সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি : বলিউড ত্যাগ করা সানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৮ এএম, ১৮ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৭:২৩ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

সংসার জীবনটা বেশ উপভোগ করছেন শোবিজ ছেড়ে দেয়া মডেল ও অভিনেত্রী সানা খান। একসময় বলিউডের পর্দায় স্বল্প বসনে আগুন ঝরানো এই ‘বিগ বস’ তারকা এখন পর্দানশীন নারী। নিজেকে নিবেদিত করেছেন তিনি ধর্ম কর্মে। ইসলাম ধর্মের একজন সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দেয়ার ঘোষণা দেয়া সানা অবশ্য সোশাল মিডিয়াতে বেশ নিরব।
সম্প্রতি তিনি বিয়ে করেছেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে। স্বামীর সঙ্গে তিনি হানিমুনে মধুর সময় কাটাচ্ছেন ভূস্বর্গ কাশ্মীরে। সেখানেই স্বামীর জন্মদিন পালন করলেন তিনি।
ইনস্টগ্রামে জন্মদিন পালনের ঝলক শেয়ার করেছেন সানা। ইনস্টাগ্রাম স্টোরিতে মুফতি স্বামীর একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে আল্লাহ যেন সবসময় সুস্থ রাখেন। তোমার সঙ্গেই যেন আমি জান্নাতে যেতে পারি।’
উর্দুতে স্বামী আনাসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘সেরা স্বামী’র উপাধিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০ নভেম্বর সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নবদম্পতিকে। সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন জনপ্রিয় আলেম।
এর আগে গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সানা খান। ‘বিগ বস’র এ প্রতিযোগী একটি দীর্ঘ স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এ তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মতো দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।'
উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় পাঁচটি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগবস সিজন-৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের 'জয় হো' সিনেমায় অভিনয়ের মাধ্যমে।