কারাবন্দি ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন : উজমা খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ডিসেম্বর,
বুধবার,২০২৫ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘পুরোপুরি সুস্থ’ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
উজমা খান বলেন, আমি বোনদের (আলিমা খান ও নোরিন খান) সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব।
মঙ্গলবার (২ ডিসেম্বর) উজমা খানকে তার ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। খবর জিও নিউজের।
দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এরপর থেকেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। দলটি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচিরও হুমকি দিয়েছিল।
তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শুধু সাবেক এই প্রধানমন্ত্রী নন, অন্যান্য বন্দির নিরাপত্তা রক্ষার স্বার্থে কারাগারের নিয়ম অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছিল না। তারা আরও অভিযোগ করেছেন, ইমরান খানের সঙ্গে আগে যারা দেখা করেছেন, তারা তার সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যা কারাগারের নিয়মের পরিপন্থি।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগে বিভিন্ন মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





