avertisements 2

খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৮:১৮ পিএম, ৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫

Text

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত কাতার। তাঁকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতেও প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছে ঢাকার কাতার দূতাবাস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দূতাবাস–সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনকভাবে অবনতি হতে থাকে। চিকিৎসকরা বহুবার জানিয়েছেন, তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন।

সূত্র জানায়, চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় আন্তর্জাতিকভাবে সহযোগিতা দিতে আগ্রহী কাতার। খালেদা জিয়া ও তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ এলে যেকোনো মুহূর্তে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে। এদিকে তাঁর চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত একটি চিকিৎসক দল, যারা দূর থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

গত রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের ভাষ্যে, তাঁর অবস্থায় তেমন কোনো পরিবর্তন না এলেও স্থিতিশীল বলা যায়।

বিগত আওয়ামী লীগ সরকার আমলে দীর্ঘ সময় তিনি কারাবন্দি ছিলেন। এই সময় তাঁকে বিদেশে পাঠানোর আবেদন একাধিকবার করা হলেও অনুমতি মেলেনি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে। দলটির নেতা-কর্মীদের দাবি, বিদেশে চিকিৎসা নিতে না পারায় তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে।

এর আগে, চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নেন। সবশেষ ৬ মে তিনি দেশে ফেরেন এবং চিকিৎসকদের পরামর্শে নিয়মিত ফলোআপ চালিয়ে যান।

বর্তমান অবস্থায় তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা আরও বেশি জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করলে ঝুঁকি আরও বাড়বে। মানবিক বিবেচনায় কাতারের এ সহায়তার প্রস্তুতি তাঁকে বিদেশে নেওয়ার প্রক্রিয়াকে সহজতর করবে বলে দলটির শীর্ষ নেতাদের ধারণা।

নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন এবং ধর্মীয় ব্যক্তিত্বেরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করছেন। দেশজুড়ে মসজিদ–মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার প্রতিটি আপডেট এখন দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2