avertisements 2

অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৭:৪২ পিএম, ৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫

Text

অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন ও আগামী সংসদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।

বৃহস্পতিবার, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করেছিল। আপিল বিভাগের আদেশে হাইকোর্টের রায় বহাল থাকায়, অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন ও আগামী সংসদ নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ইতিমধ্যেই আপিল বিভাগ ঘোষণা করেছে। এর ফলে শপথ, গঠন এবং আগামী সংসদ নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষে শুনানি সম্পন্ন হয়েছে এবং আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ আইন ও সংবিধান অনুসারে সঠিকভাবে বিবেচনা করেছেন।

এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ছাড়াও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক শুনানি করেন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। এছাড়া ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার সকালে আদালত রিটের বিষয়ে লিভ টু আপিল খারিজ করে চূড়ান্ত আদেশ দেন। আদালতের এ সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ সম্পূর্ণ বৈধ এবং আগামী সংসদ গঠনের প্রক্রিয়া চলমান থাকবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের আদেশের মাধ্যমে দেশে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে স্থিতিশীলতা এসেছে। রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর আস্থা আরও দৃঢ় হবে। আদালত সমস্ত পর্যবেক্ষণ ও আইনগত দিক সুষ্ঠুভাবে বিবেচনা করেছেন।

এর আগে, হাইকোর্টের রায় বিতর্কিত হয়ে উঠেছিল। বিভিন্ন মহল এই শপথ ও গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত আদেশে সব ধরনের অনিশ্চয়তা দূর হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত সকলের জন্য বাধ্যতামূলক।

এই রায়ে দেশের রাজনীতি ও সরকারের কার্যক্রমের ওপর স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আদালতের চূড়ান্ত নির্দেশে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম স্বচ্ছ ও বৈধভাবে চলবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2