avertisements 2

গালাগালি করে নিককে তাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০৬ এএম, ১৩ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১২:০৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

অশান্তি নেমে এসেছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাসের সুখের সংসারে। স্বামী নিক জোনাসকে গালাগালি করে তাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। বাধ্য হয়ে দরজা খুলে ট্যাক্সি ক্যাব থেকে বেরিয়ে গেছেন বিষণ্ণ নিক। ব্যাপারটি আসলে একটি সিনেমার দৃশ্য। হলিউড সিনেমা ‘টেক্সট ফর ইউ’-তে একসঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা-নিককে। সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন নিক। এ সিনেমার চিত্রায়ণেই নিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। লন্ডনের একটি শহরে চলছে সিনেমাটির চিত্রায়ণ। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন জিন স্ট্রাস। জার্মান সিনেমা ‘এসএমএস ফর ডিচ’-এর ইংরেজি রিমেক ‘টেক্সট ফর ইউ’। সোফি ক্রামারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল জার্মান সিনেমাটি।

এর আগে একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে ধরা দিয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক। এ তারকা দম্পতিকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন তাদের ভক্তরা। এবার মিটবে ভক্তদের আশা। ২০২১ সালে মুক্তি পাওয়া কথা রয়েছে সিনেমাটির।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2