এবার টুইট করলেই হবে ইনকাম, জানুন কীভাবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:২৯ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও চলে এল টুইটারের টিপস ফিচার। এই ফিচারের সাহায্যে অর্থ রোজগার করতে পারবেন ইউজররা। কী ভাবে এই ফিচার ব্যবহার করবেন, জেনে নিন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই আইওএস ইউজারদের টিপস ফিচার নিয়ে হাজির হয়েছিল টুইটার। এবার অ্যান্ড্রেয়ড ডিভাইসের জন্যও এই ফিচার রোল আউট করল টুইটার। ওয়েব ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, এই টুইটার টিপস ফিচারের সাহায্যে ইউজাররা রোজগার করার সুযোগ পেয়ে যান। তবে এই ফিচারের সাহায্যে অর্থ রোজগার করতে গেলে ১৮ বছরের বেশি বয়সী হতে হবে।
এই টিপস ফিচার আপনাকে লিঙ্ক যোগ করার মধ্যে দিয়ে আপনার টুইটার প্রোফাইলে থার্ড-পার্টি পেমেন্ট অ্যাপ সিলেক্ট করতে দেয়। আপনার প্রোফাইলে যখন টিপস টার্ন অন করবেন, অন্যান্য ইউজাররা আপনাকে টিপস আইকনে ট্যাপ করার মধ্যে দিয়ে টাকা বা বিটকয়েন দিয়ে সাহায্য করতে পারবেন। আপনি যে থার্ড পার্টি প্ল্যাটফর্ম যোগ করবেন, সেখানেই টাকা ঢুকে যাবে। মনে রাখতে হবে, এই উপায়ে অর্থ উপার্জনের জন্য আপনার টুইট হতে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং তা বহু মানুষের নজরে আনতে হবে।