হঠাৎ ফেসবুক মেসেঞ্জার ডাউন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২১ এএম, ১১ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৬:৩৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে হঠাৎ মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে অনেকের। সমস্যা বেশি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। বাংলাদেশের ব্যবহারকারীরাও অভিযোগ করছেন। ভারতেও একই সমস্যা দেখা দিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে। চলতি বছর এর আগেও ফেসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়েছে।
স্বাধীন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারো আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও যাচ্ছে দেরিতে।