এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ অক্টোবর,
বুধবার,২০২৫ | আপডেট: ০৫:২৮ এএম, ৩০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫
ছবি: সংগৃহীত
দেশের বাজারে এক লাফে ভরিপ্রতি ১০ হাজার ৪৭৪ টাকা কমেছে সোনার দাম। এখন থেকে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। বুধবার (২৯ অক্টোবর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার ভরি এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।





