avertisements 2

মেট্রোরেল সেবা প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ অক্টোবর,সোমবার,২০২৫ | আপডেট: ১২:৫৩ এএম, ২৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

Text

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোরেল সেবা প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় চালু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল থেকে একই সময়ে দুটি ট্রেন ফার্মগেট স্টেশনে আসে।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু ঘটার পর পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেবা পুনরায় শুরু হয়। তার পর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সকালে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2