avertisements 2

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমসহ দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিএনপির ডাকে ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের সমর্থনে সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড- মিছিল বের করে। যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কম। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর সংবাদ জেলায় পৌঁছালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেয় জেলা বিএনপি।

উল্লেখ্য, বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2