avertisements 2

বোনের জানাজায় অংশ নিতে এসে ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৪০ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে রবিবার (২৯ মে) ভোরে বাস দুর্ঘটনায় নিহত ১০ জনের একজন রমজান। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে। সাভারের জিরাবোতে একটি গার্মেন্টসে নিরাপত্তা কর্মীর কাজ করতেন।রমজানের ভাই নাসির হাওলাদার জানান, বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সে শনিবার তাদের বোনের মৃত্যু হয়। রবিবার সকাল ১০টায় নিজ বাড়িতে তার জানাজার আয়োজন করা হয়। এ কারণেই বাড়ি ফিরছিলেন রমজান।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে জেলার উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বরিশালের উজিরপুর

উপজেলার মুন্ডুপাশা গ্রামের মনোরঞ্জনশীলের ছেলে মাধবশীল (৪৫),ঝালকাঠি সদর উপজেলার নেয়ড়ী এলাকার মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার ভেচকি এলাকার রাকিব

আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০), বরগুনার বেতাগী উপজেলার কাজিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছেলে সেন্টু মোল্লা (৫০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দর কাঠিগ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩৮)।ওসি আরও জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের

সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসের মধ্যে আটকে থাকা মরদেহ ও আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া অজ্ঞাত নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2