বরিশালে বিএনপির সমাবেশে জনতার ঢল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:২৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কেন্দ্রঘোষিত বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশে আসা শুরু করেন। তবে রাস্তায় পুলিশ তাদের সমাবেশে আসতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। উপস্থিত আছেন গত নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ডা: শাহাদাত ও মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দিবেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথের আন্দোলনের অংশ হিসেবে ছয় মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।