জর্দা নেওয়ায় জেদ্দায় ধরা পড়ল বাংলাদেশি, কারণ দর্শানোর নোটিশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ এএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ সরকারের হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুসারে হজযাত্রীদের জন্য তামাক, জর্দা, গুল বা নেশাজাতীয় দ্রব্য বহন নিষিদ্ধ। এ নির্দেশনা লঙ্ঘন করায় তিন পোঁটলা জর্দাসহ জেদ্দা বিমানবন্দরে এক বাংলাদেশি হজযাত্রীকে আটক করেছে সৌদি পুলিশ। অবশ্য পরে মো. আব্দুল হান্নান নামের ওই হজযাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল বুধবার (৩০ জুন) হজের নির্দেশনা লঙ্ঘন করায় ওই হজযাত্রীর এজেন্সি মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফাতেমা ফারহীন নিশা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এই এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব তিন দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২২ জুন মদিনায় ভিক্ষা করায় মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এ ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।