ইউক্রেনের বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:২২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চারপাশে যুদ্ধ জাহাজের ছড়াছড়ি।কৃষ্ণসাগরে মাইন ছড়িয়ে রেখেছে রাশিয়ার বাহিনী। এরমধ্যে ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ে আছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ।
জাহাজটি ২২ ফেব্রুয়ারি বন্দর ত্যাগ করার কথা থাকলেও স্থানীয় নাবিক না থাকায় তা সম্ভব হয়নি।আটকা পড়া জাহাজের নাবিক-ক্রু সবাই বাংলাদেশের নাগরিক।
জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন বাল্ক জাহাজটি গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের এরগলি বন্দর থেকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। এর আগে ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে সুয়েজ খাল হয়ে এটি ১৪ ফেব্রুয়ারি তুরস্কে পৌঁছে।
এ বিষয় বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত সাংবাদিকদের বলেন, ‘বাংলার সমৃদ্ধি নামের জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দর ত্যাগ করার কথা ছিল। কিন্তু স্থানীয় নাবিক না পাওয়ায় সেদিন যাত্রা করতে পারেনি। ইতোমধ্যে যুদ্ধের বিস্তার ঘটায় আর ফিরতে পারেনি।
‘বর্তমানে ওই বন্দরে নিরাপদে জাহাজটি নোঙর করা আছে। ২৯ জন নাবিক ও ক্রুর সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। জাহাজে পর্যাপ্ত খাবারও মজুদ আছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনতে নৌ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি।’
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তৌহিদ ইমাম সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে আমরা রেডক্রসের সঙ্গে কাজ করছি। অলিভিয়া বন্দরে আটকা পড়া নাবিক-ক্রুদের বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। ঘণ্টাখানেকের মধ্যে তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব।’