avertisements 2

দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমানভাড়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:৪২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া। দুই সপ্তাহ আগের তুলনায় প্রতিটি টিকিটের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি অর্থ, তার সাথে দেখা দিয়েছে টিকেট সংকট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা। যথাসময়ে কাজে ফেরা নিয়েও সংশয় দেখা দিয়েছে প্রবাসীদের। সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে এয়ার লাইন্সগুলো। আর এর খেসারত দিতে হচ্ছে ছুটিতে বাড়ি ফেরা প্রবাসীদের।

করোনা সংকট খানিকটা কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়েছে কর্মীর চাহিদা। সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে আরব আমিরাত ও সৌদি আরবে। আবার ওমিক্রন আতঙ্কে অনেকেই আগেভাগেই কাজে ফিরতে চান। সবমিলিয়ে চাপ বেড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে। দেখা দিয়েছে আসন সংকট। আর এই সুযোগে এয়ার লাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়েছে কয়েকগুণ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা।

জনশক্তি রফতানিকারকরা বলছেন, চাহিদা কিছুটা বেড়েছে। তবে এটিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করেছে ট্রাভেল এজেন্ট এবং এয়ারলাইন্সগুলো। এর পেছনে দায় আছে বাংলাদেশ বিমানেরও। টিকিট সংকট এবং বাড়তি দামের কারণে অভিবাসনখাতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

তবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশে (আটাব) সভাপতি মনছুর আহমেদ কালামেদর দাবি, ট্রাভেল এজেন্ট মালিকদের দাবি এয়ারলাইন্সগুলোই দাম বাড়িয়েছে। তাদের কোনো দায় নেই।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমান ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে আছেন প্রবাসী কর্মীরা। বিমান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগও করেছেন তিনি। বিশেষ ফ্লাইট পরিচালনা করে টিকিট সংকট কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2