জালিয়াতি করে টিকা নেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড
জালিয়াতি করে টিকা নেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১২:১০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মালয়েশিয়ায় জালিয়াতি করে করোনার টিকা নেওয়ায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মামলার তথ্য বিবরণীতে জানা যায়, মিজানুর রহমান গত ১৩ সেপ্টেম্বর দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাইয়ের সায়েন্স ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি টিকা কেন্দ্রে কোভিড-১৯ টিকা নিতে গিয়ে অন্য বাংলাদেশির পাসপোর্ট ব্যবহার করে প্রতারণা করেন এবং নিজেকে সাদ্দাম হোসেন দাবি করে যার পাসপোর্ট নাম্বার বিওয়াই ০৯৩৪৯৪৩।
ম্যাজিস্ট্রেট নরজালিজা তেসমিনের সামনে অভিযোগটি পড়ার পরে অভিযুক্ত মিজানুর রহমান দোষ স্বীকার করে। একই সাথে মিজানুর মালয়েশিয়ায় প্রবেশের জন্য বৈধ নথি বা পাস না থাকার দ্বিতীয় অভিযোগেও দোষ স্বীকার করেছেন।