avertisements 2

মেধাবীরা ফেল করছে কেন?, কটাক্ষ করে তসলিমা নাসরিনের পোস্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর, বুধবার,২০২৪ | আপডেট: ০৪:২৪ এএম, ৯ আগস্ট,শনিবার,২০২৫

Text

বরাবরই নানা বিষয়ে মন্তব্য করে আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন ভারতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। এবারে এইচএসসির ফল প্রকাশের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। 

তসলিমা নাসরিন লিখেছেন, ‘মেধাবীরা ফেল করছে কেন?’

মুহূর্তেই পোস্টটি মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায়। কেও মন্তব্যের ঘরে লিখেছেন, ‘পড়ালেখা না করে রাস্তায় আন্দোলন করে বেড়ালে পাশ করবে কেমনে।’ কেও লিখেছেন, ‘মেধাবীদের পাশ করার কী দরকার!! তারা তো দেশ জয় করে ফেলেছে।’

এর আগে, তসলিমা নাসরিন l দুই হাজার রুপি কেজিতে বাংলাদেশের ইলিশ কিনে পোস্ট করে ইতিমধ্যেই আলোচনা তৈরি করেছিলেন। তার এ ধরনের মন্তব্য ও পোস্টগুলো সবসময়ই সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে বিতর্কের জন্ম দেয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2